ghatail.com
ঢাকা মঙ্গলবার, ১৮ আশ্বিন, ১৪৩০ / ০৩ অক্টোবর, ২০২৩
ghatail.com
yummys

ধনবাড়িতে র‌্যাব-১৪’র অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক


ghatail.com
অনলাইন ডেস্ক, ঘাটাইলডটকম
১২ ফেব্রুয়ারি, ২০২৩ / ২০৭ বার পঠিত
ধনবাড়িতে র‌্যাব-১৪’র অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় জামালপুর ক্যাম্পের র‌্যাব-১৪ অভিযান পরিচালনা করে ১৬০টি ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে। 

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গতকাল শুক্রবার রাত নয়টায় র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা এর নেতৃত্বে র‌্যাবের একটি অভিযানিক দল টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানাধীন নতুন বাজারস্থ হাজী মার্কেটে ডাচ্ বাংলা ব্যাংকের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী মোঃ সাব্বির হোসেন ওরফে উজ্জল (২৩), পিতা- মোঃ বাবলু মিয়া, সাং- বাশঁবাড়ী, থানা- সরিষাবাড়ী, জেলা-জামালপুর এবং উক্ত আসামীর নিকট হতে ১৬০ (একশত ষাট) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট  এবং মোবাইল সেট- ০২ (দুই) টি (সিমসহ) উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক অবৈধ বাজার মূল্য = ৪৮,০০০/- (আটচল্লিশ হাজার) টাকা।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ জামালপুর, শেরপুর ও টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। 

উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে টাঙ্গাইল জেলার ধনপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।