অনলাইন ডেস্ক, ঘাটাইলডটকম
৩০ জানুয়ারি, ২০২৩ / ১৫৫ বার পঠিত
মাসখানেক ধরে ক্রিকেট পাড়ার সবচেয়ে বড় গুঞ্জনের নাম চন্ডিকা হাথুরুসিংহে। রাসেল ডমিঙ্গোর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তিনি- এমনটাই শোনা যাচ্ছিল। তবে সর্বশেষ জানা গেছে, সাকিব আল হাসানদের কোচ হয়ে আসছেন না হাথুরু। বিসিবি থেকে অবশ্য এখন পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হয়নি। যদিও বিসিবির পক্ষ থেকে বলা হচ্ছে, কোচ নিয়োগের প্রক্রিয়া আগের পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছে।
রবিবার মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন সুজন। সেখানে প্রধান কোচ নিয়োগের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আগে যেভাবে বলা হয়েছিল সেভাবেই আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা এগোচ্ছি। আশা করছি ইংল্যান্ড সফরের আগেই নির্ধারিত কোচিং পজিশনগুলোতে আমরা অগ্রগতি করতে পারব।’
সুজন যোগ করেন, ‘এতটুকু বলতে পারি আমরা যেভাবে পরিকল্পনা করছি যেভাবেই সবকিছু এগোচ্ছে। আশা করছি ইংল্যান্ড সিরিজের আগেই আমাদের কোচিং পজিশনগুলোতে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী এগোতে পারব।’
আপনার মতামত লিখুন