যেসব ছবি বাদ দিয়েছিলাম, সেগুলোও কোথাও কোথাও রয়ে গেছে: পাঠ্যবই নিয়ে শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক, ঘাটাইলডটকম
২৫ জানুয়ারি, ২০২৩ / ৫০ বার পঠিত
নতুন শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে নানা ধরনের ভুল ও অসংগতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ইতিমধ্যে কয়েকটি বইয়ে থাকা ভুলের সংশোধনীও দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এরপরও কিছু বিষয় নিয়ে বিতর্ক থামছে না। এ অবস্থায় ভুল ও অসংগতি চিহ্নিত করে তা সংশোধন এবং এতে পাঠ্যবই প্রণয়নে জড়িত ব্যক্তিদের কারও কোনো গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখতে পৃথক দুটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকারের শিক্ষা বিভাগ।
রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এ সিদ্ধান্তের কথা জানান। সংবাদ সম্মেলনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীও উপস্থিত ছিলেন। বই নিয়ে এনসিটিবির কোনো কোনো কর্মকর্তার গাফিলতির ইঙ্গিত করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা দুজন (শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী) মিলে যেসব ছবি বাদ দিয়েছিলাম, সেসব ছবিও কোথাও কোথাও থেকে গেছে। এটি গাফিলতির কারণে নাকি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, তা খতিয়ে দেখা দরকার।’
নতুন শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে নানা ধরনের ভুল ও অসংগতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ইতিমধ্যে কয়েকটি বইয়ে থাকা ভুলের সংশোধনীও দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এরপরও কিছু বিষয় নিয়ে বিতর্ক থামছে না। এ অবস্থায় ভুল ও অসংগতি চিহ্নিত করে তা সংশোধন এবং এতে পাঠ্যবই প্রণয়নে জড়িত ব্যক্তিদের কারও কোনো গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখতে পৃথক দুটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকারের শিক্ষা বিভাগ।
রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এ সিদ্ধান্তের কথা জানান। সংবাদ সম্মেলনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীও উপস্থিত ছিলেন। বই নিয়ে এনসিটিবির কোনো কোনো কর্মকর্তার গাফিলতির ইঙ্গিত করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা দুজন (শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী) মিলে যেসব ছবি বাদ দিয়েছিলাম, সেসব ছবিও কোথাও কোথাও থেকে গেছে। এটি গাফিলতির কারণে নাকি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, তা খতিয়ে দেখা দরকার।’
সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনসহ শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন