ধনবাড়ীতে রুটি দিতে দেরি হওয়ার ভাংচুর, টাকা লুটের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা, ঘাটাইলডটকম
১৫ ডিসেম্বর, ২০২২ / ৩১২ বার পঠিত
টাঙ্গাইলের ধনবাড়ীতে খাবার হোটেলে রুটি দিতে দেরি হওয়ায় দোকান ভাংচুর ও টাকা লুটের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেও কোনো প্রতিকার পাচ্ছে না ওই ভুক্তিভোগী।
মঙ্গলবার ভুক্তভোগী মো. আলী আকবর ধনবাড়ী প্রেসক্লাবের অস্থায়ী কার্যলয়ে এসে দায়েরকৃত অভিযোগটি সাংবাদিকদের দেখান। এরআগে শুক্রবার ৯ ডিসেম্বর উপজেলার পাইস্কা ইউনিয়নের পাইটকা সকাল বাজারে এ ঘটনা ঘটে। মো. আলী আকবর ওই ইউনিয়নের পাইটকা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। অভিযুক্তরা হলেন- পাশের গ্রামের খোকন মিয়া, লিটন মিয়া, রাজু আহমেদ, বালুল, লতিফ, রফিকুল, সাদ্দাম হোসেন ও ময়েন উদ্দিন। সরেজমিনে ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, পাইটকা সকাল বাজারে খাবার হোটেল আলী আকবরের। শুক্রবার সকালে ওই হোটেলে রুটি খেলে আসে খোকন মিয়া। তিনি রুটি খেয়ে আরও ৪টি রুটি পাশের এক দোকানে দিতে বলে। দোকানদার রুটি দিতে দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে খোকন আলী আকরের উপর হামাল চালায়। খোকনের বাড়ির লোকজন খবর পেয়ে দোকান ভাংচুর করে। এসময় নগদ ৪৫ হাজার টাকা লুট করে নেয়।
প্রত্যক্ষদর্শী মফিজ মন্ডল, আবুল হোসেন ও মো. আনতাছ আলী বলেন, ‘দোকানে এসে খোকন মিয়া রুটি খেয়ে কয়েকটি রুটি পাশের দোকানে দিতে বলে। রুটি দিতে দেরি হওয়ায় সে হামলা চালায়। পরে স্থানীয়রা উভয়পক্ষকে উদ্ধার করে।’
অভিযুক্ত খোকন মিয়া বলেন, ‘রুটি খেয়ে কয়েকটি রুটি অন্য দোকোন দিতে বললে সে ক্ষিপ্ত হয়ে উঠে। এর প্রতিবাদ করলে আমার উপর হামলা চালায়। দোকানের ভিতরে থাকা গ্লাস ভেঙ্গেছে, আমি ক্ষতি পূরণ দিতে চেয়েছি।’
ইউপি সদস্য আ. রশিদ বলেন, ‘এ ঘটনায় লিটনকে পুলিশ আটক করে ছিল। বিষয়টি মিংমার চেষ্টা চলছে’। ধনবাড়ী থানার ওসি এইচএম জসিম উদ্দিন বলেন, ‘অভিযোগ পেয়ে তদন্ত করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’
আপনার মতামত লিখুন