ghatail.com
ঢাকা বৃহস্পতিবার, ১৭ অগ্রহায়ণ, ১৪২৯ / ০১ ডিসেম্বর, ২০২২
ghatail.com
yummys

আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু


ghatail.com
অনলাইন ডেস্ক, ঘাটাইলডটকম
১৭ নভেম্বর, ২০২২ / ১০৩ বার পঠিত
আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তানভীর হাসান তন্ময় (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার ভাই ভাই সিনেমা হল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তন্ময় একই এলাকার প্রবাসী সোহেল রানার ছেলে এবং সখীপুর পিএম পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, কাতার ফুটবল বিশ্বকাপ টুর্নামেন্টে তন্ময়ের পছন্দের দল ছিল আর্জেন্টিনা। সন্ধ্যা ৬টার দিকে আর্জেন্টিনা সমর্থক তন্ময় কাঁচা বাঁশে পতাকা টাঙাতে গিয়ে বাসার পাঁচ তলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে গুরুতর আহতাবস্থা উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ - প্রচ্ছদ