ধনবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক, ঘাটাইলডটকম
০৬ নভেম্বর, ২০২২ / ৩০১ বার পঠিত
ধনবাড়ীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৪ নভেম্বর সকালে ধনবাড়ী পূজা উদযাপন পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রবীন কুমার সরকারের সঞ্চালনায় ও তাপস কুমার দেবে এর সভাপতিত্বে ধনবাড়ীর কেন্দ্রীয় শ্রী শ্রী রাঁধা গোবিন্দ সেবাশ্রম মন্দিরে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক সমরেশ চন্দ্র পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক প্রবীর কুমার ঝন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক বিমল কুমার চন্দ্র, টাঙ্গাইল সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিলিপ কুমার দাসসহ অন্যান্যরা। সম্মেলনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ধনবাড়ী শাখার নতুন কমিটিতে পুনরায় তাপস কুমার দেব কে সভাপতি ও মদন কুমার দাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এসময় টাঙ্গাইল জেলা ও ধনবাড়ী উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের হিন্দু ধর্মাবলম্বীর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন