ghatail.com
ঢাকা মঙ্গলবার, ১৪ চৈত্র, ১৪২৯ / ২৮ মার্চ, ২০২৩
ghatail.com
yummys

চিনিতে কারসাজির অভিযোগে ১৪৮ প্রতিষ্ঠানকে জরিমানা


ghatail.com
অনলাইন ডেস্ক, ঘাটাইলডটকম
২৩ অক্টোবর, ২০২২ / ২৬৮ বার পঠিত
চিনিতে কারসাজির অভিযোগে ১৪৮ প্রতিষ্ঠানকে জরিমানা

সারাদেশে চিনি বিক্রিতে কারসাজির অপরাধে ১৪৮ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
শনিবার সারাদেশে চিনির বাজারে বিশেষ অভিযান করে এ জরিমানা করা হয়। অধিদফতরের উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হট লাইনসহ সারাদেশের বিভিন্ন এলাকা থেকে অভিযোগ এসেছে যে, বাজারে চিনি পাওয়া যাচ্ছে না এবং বেশি দামে চিনি বিক্রি হচ্ছে। সেই প্রেক্ষিতে এ অভিযান চালানো হয়।

এদিন সারাদেশে অধিদফতরের ৫০টি টিম ৫০টি বাজার অভিযান করে। এ সময় বেশি দামে চিনি বিক্রি, চিনি ক্রয়ের রশিদ দেখাতে না পারা, মজুদ করে বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে সারা দেশে ১৪৮ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

গত ৬ অক্টোবর সরকারের বাণিজ্য মন্ত্রণালয় খোলা চিনি ৯০ টাকা এবং প্যাকেটজাতের দাম ৯৫ টাকায় বিক্রির জন্য দাম নির্ধারণ করে দেয়। 

সরকারি তথ্য মতে, দেশে চিনির মোট চাহিদার বড় একটি অংশ মেটানো হয় আমদানি করা চিনির মাধ্যমে। এই চিনি আমদানি হয় মূলত সিটি, মেঘনা, এস আলম, ইগলু ও দেশবন্ধু গ্রুপের হাত ধরে।