ghatail.com
ঢাকা মঙ্গলবার, ১৮ আশ্বিন, ১৪৩০ / ০৩ অক্টোবর, ২০২৩
ghatail.com
yummys

চলচ্চিত্রে প্রথমবার


ghatail.com
অনলাইন ডেস্ক, ঘাটাইলডটকম
১৬ অক্টোবর, ২০২২ / ৪৪০ বার পঠিত
চলচ্চিত্রে প্রথমবার

‘ন ডরাই’ চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় আসেন সুনেহরা বিনতে কামাল। এই ছবিতে অভিনয় তাঁকে এনে দেয় ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মানও। এরপর ‘অন্তর্জাল’ নামের আরও একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এরই মধ্যে সুনেহরার নতুন আরেকটি চলচ্চিত্রে অভিনয়ের খবর শোনা গেল। ‘জয় বাংলা ধ্বনি’ নামের এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো সরকারি অনুদানে নির্মিত হতে যাওয়া কোনো কোনো চলচ্চিত্রে নাম যুক্ত হয়েছে তাঁর। একই সঙ্গে এই ছবির মাধ্যমে চিত্রনায়ক নিরবের সঙ্গে জুটি হয়ে অভিনয় করা হবে তাঁর।

‘জয় বাংলা’ ধ্বনি চলচ্চিত্রের পরিচালক খ ম খুরশীদ। মুক্তিযুদ্ধভিত্তিক এই চলচ্চিত্র ২০২১–২২ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে। ২০ অক্টোবর থেকে শরীয়তপুরে ছবিটির শুটিং শুরু করবেন বলে জানালেন পরিচালক। প্রথম লটে টানা এক সপ্তাহ শুটিং হবে।


ছবিটিতে অভিনয় করতে রাজি হওয়ার পেছনে কয়েকটি কারণ জানালেন সুনেহরা। তিনি জানালেন, ‘প্রথমত, মুক্তিযুদ্ধভিত্তিক খুবই চমৎকার একটি গল্প। দ্বিতীয়ত, সরকারি অনুদান এবং তৃতীয়ত, আমার চরিত্রের একটা চ্যালেঞ্জও আছে।’ সুনেহরা বললেন, ‘তরুণ ও বৃদ্ধ বয়সের দুটি চরিত্র আমাকে দেখানো হবে, যেমনটা এর আগে আমাকে দেখা যায়নি। তারা নামের এই চরিত্রটা আরও কিছু বাঁক রয়েছে, যা আমাকে আকৃষ্ট করেছে।’


জানা গেছে, নিরব ও সুনেরাহর সঙ্গে ছবিটি নিয়ে তিন সপ্তাহের বেশি সময় ধরে পরিচালক খুরশীদের সঙ্গে কথাবার্তা হচ্ছিল। গল্প ও চিত্রনাট্য পড়ার পর দুজনে সিদ্ধান্ত নেন, ছবিটিতে অভিনয় করবেন তাঁরা। এরপর গত রোববার রাতে বনানীর একটি রেস্তোরাঁয় বসে পরিচালকের সঙ্গে নিরব ও সুনেরাহর চুক্তি স্বাক্ষর হয়। সুনেহরা বললেন, ‘এর আগে আমি যে দুটি চলচ্চিত্রে অভিনয় করেছি, সহশিল্পী ছিল শরীফুল রাজ ও সিয়াম। দুজনেই আমার ভালো বন্ধু। এবার বন্ধুত্বের বাইরে কোনো একজনকে সহশিল্পীকে পেলাম। আশা করছি, আমাদের দুজনের একটা সুন্দর অভিজ্ঞতা হবে।’


নিরব বলেন, ‘মুক্তিযুদ্ধভিত্তিক দারুণ একটি গল্পে অভিনয়ের প্রস্তাব পেলাম। পরিচালকের কাছ থেকে গল্পটা শোনার পর ভালো লাগে। মনে হয়েছে, অভিনয়জীবনের সঙ্গে একটা সুন্দর কিছু যোগ হতে যাচ্ছে।’ সহশিল্পী প্রসঙ্গে নিরব বললেন, ‘সুনেহরা ভালো অভিনয় করে। “ন ডরাই”য়ে তাঁর অভিনয় ভালো লেগেছে। আশা করছি, নতুন চলচ্চিত্রে আমাদের ভালো একটা অভিজ্ঞতা হয়ে থাকবে।’