ঘাটাইলে পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি
স্টাফ রিপোর্টার, ঘাটাইল ডট কম
২৭ সেপ্টেম্বর, ২০২২ / ৫২৪ বার পঠিত
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার এসএসসি পরীক্ষার একটি কেন্দ্রে অসদুপায় অবলম্বনের অভিযোগে এক শিক্ষার্থীকে বহিষ্কার এবং দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাগরদীঘি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কলেজ শাখার ৫ নম্বর কক্ষে এসএসসির বিজ্ঞান বিভাগের রসায়ন পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে। এ সময় পরীক্ষার হলে মোবাইল ফোন ও তাতে নকলসহ হাতেনাতে ধরেন।
উপজেলা পরিসংখ্যান অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান খাঁন সাগরদীঘি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ সময় পরীক্ষার হলে মোবাইল ফোনে প্রশ্ন আদান-প্রদানকালে এক পরীক্ষার্থীকে নকলসহ হাতেনাতে ধরেন।
সাগরদীঘি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র সচিব রহমত উল্লাহ জানান, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ওই কক্ষে দায়িত্বরত দুইজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনিয়া চৌধুরী বলেন, প্রত্যেক পরীক্ষার দিনই পরীক্ষার হল পরিদর্শন করছি। নকল রোধে পরীক্ষার হল পরিদর্শন অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন