ghatail.com
ঢাকা শনিবার, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ / ১০ জুন, ২০২৩
ghatail.com
yummys

মুঠোফোনে প্রশ্নপত্র, মির্জাপুরে আ.লীগ নেতার কারাদণ্ড


ghatail.com
স্টাফ রিপোর্টার, ঘাটাইল ডট কম
২৬ সেপ্টেম্বর, ২০২২ / ৩২৮ বার পঠিত
মুঠোফোনে প্রশ্নপত্র, মির্জাপুরে আ.লীগ নেতার কারাদণ্ড

টাঙ্গাইলের মির্জাপুরে মুঠোফোনে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার অপরাধে আওয়ামী লীগ নেতা ইয়াছিন সিকদারকে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান শনিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার বাঁশতৈল মনসুর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পদার্থ বিজ্ঞান পরীক্ষা চলাকালে তাকে এই সাজা দেন।

ইয়াছিন সিকদার বাঁশতৈল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাঁচগাও গ্রামের কালু সিকদারের ছেলে।

জানা যায়, ইয়াছিন সিকদারের ছেলে তামিম সিকদার ওই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলো। পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যে পেকুয়ার রাজীব নামের এক ছেলে প্রশ্নপত্র ইয়াসিন সিকদারের ফেসবুক মেসেঞ্জারে দেন।

বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমানের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ইয়াসিন সিকদারের মুঠোফোনে চলমান পদার্থ বিজ্ঞানের প্রশ্নপত্র পান এবং তাকে আটক করেন। পরে তাকে ছয় মাসের কারাদন্ড দেন বিচারক।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, ইয়াছিন সিকদারকে পাবলিক পরীক্ষাসমুহ (অপরাধ) আইন, ১৯৮০ এর ১১(খ), (গ) ধারা অনুযায়ী ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

(স্টাফ রিপোর্টার, ঘাটাইল ডট কম)/-