ghatail.com
ঢাকা শনিবার, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ / ১০ জুন, ২০২৩
ghatail.com
yummys

ঘাটাইলে বাস চাপায় রিকশাচালক নিহত


ghatail.com
নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল ডট কম
১৯ সেপ্টেম্বর, ২০২২ / ৩৩৭ বার পঠিত
ঘাটাইলে বাস চাপায় রিকশাচালক নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে বাস চাপায় আহত আব্দুল খালেক (৫০) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের বানিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের বড় মেয়ে পিংকী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘাটাইল পৌরসভার ফতেরপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে আব্দুল খালেক (৫০)। গতকাল রবিবার সন্ধ্যায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের বানিয়াপাড়া নামক স্থানে দ্রুতগতির দুটি অজ্ঞাতনামা বাস ওভারটেক করতে গিয়ে তার রিকশাটিকে চাপা দেয়।  

এতে সড়কে পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়। সেখান থেকে স্থানীয় তাকে উদ্ধার করে দ্রুত ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোরে তিনি মারা যান।

(নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল ডট কম)/-