ghatail.com
ঢাকা মঙ্গলবার, ১৯ আশ্বিন, ১৪২৯ / ০৪ অক্টোবর, ২০২২
ghatail.com
yummys

টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি মোশারফ


ghatail.com
স্টাফ রিপোর্টার, ঘাটাইল ডট কম
০৭ আগস্ট, ২০২২ / ১৩৪ বার পঠিত
টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি মোশারফ

টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন গোপালপুর থানার ওসি মোশারফ হোসেন। গত জুলাই মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তাকে ক্রেস্ট ও সনদ দেয়া হয়।

আজ রবিবার (৭ আগস্ট) পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এ উপহার তুলে দেন। 

এসময় মোশারফ হোসেন বলেন, এটা আমার একার কৃতিত্ব নয়, থানার সকল অফিসার ও ফার্সদের কৃতিত্ব। পুলিশ সুপার ও গোপাল সার্কেল মো. সোহের রানার নির্দেশক্রমে সর্বোচ্চ চেষ্টা করে গোপালপুরবাসীর সেবায় নিয়োজিত থাকবো।

মাদক উদ্ধার, মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, আইনশৃঙ্খলা ভালো রাখাসহ বিভিন্ন মানদণ্ডের ওপর ভিত্তি করে এ সম্মাননা দেয়া হয়।

(স্টাফ রিপোর্টার, ঘাটাইল ডট কম)/-