ghatail.com
ঢাকা সোমবার, ২৩ শ্রাবণ, ১৪২৯ / ০৮ আগস্ট, ২০২২
ghatail.com
yummys

বিএনপির ব্যর্থ কমিটি বাতিলের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ


ghatail.com
মোল্লা তোফাজ্জল, ঘাটাইল ডট কম
০৩ আগস্ট, ২০২২ / ২৫৭ বার পঠিত
বিএনপির ব্যর্থ কমিটি বাতিলের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ

জাতীয়তাবাদী দল বিএনপির মেয়াদ উত্তীর্ণ ব্যর্থ কমিটি বাতিলের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ করেছে পদবঞ্চিত নেতা কর্মীরা। বুধবার (৩ আগস্ট) সকালে প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচির আয়োজন করে দলটির পদবঞ্চিত নেতারা।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জিয়াউল হক শাহীন। এর আগে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে সমবেত হয়।

বিক্ষোভ চলাকালে জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ছাইদুল হক ছাদু’র সভাপতিত্বে ও সাবেক সহ-সভাপতি সাদিকুল আলম খোকা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ, ঘাটাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখম রেজাউল করিম, কালিহাতী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শুকুর মাহমুদ, ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র মঞ্জুরুল হক মঞ্জু, মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আঃ লতিফ পান্না, কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম শোভা, কালিহাতী উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামিম আল মামুন মুকুল, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফরহাদ আহম্মেদ ফারুক, কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার, বিএনপি নেতা সেলিম রেজা, যুবনেতা মো. ফিরোজ মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, টাঙ্গাইল জেলা বিএনপির আহবায়ক কমিটি এক বছর অতিবাহিত হলেও এরপরও জেলা বিএনপির পুর্নাঙ্গ কমিটি দিতে পারেনি। এরপরও জেলা উপজেলাসহ বিভিন্ন বিএনপি অঙ্গসংগঠনের পকেট কমিটি অনুমোদন দেয় আহবায়ক কমিটি।

বিক্ষোভকারীদের অভিযোগ কোনো ধরনের সম্মেলন ছাড়া তৃণমূলের মতামত না নিয়েই কথিত বিএনপি কমিটি গঠন করা হয়। মেধাবী ও পরিক্ষিত নেতাদের বাদ দিয়ে অযোগ্য নেতা কর্মীদের দিয়েই জেলার অধিকাংশ কমিটি ঘোষনা দিয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

(মোল্লা তোফাজ্জল, ঘাটাইল ডট কম)/-