ghatail.com
ঢাকা মঙ্গলবার, ১৮ আশ্বিন, ১৪৩০ / ০৩ অক্টোবর, ২০২৩
ghatail.com
yummys

গোপালপুরে কলা পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত


ghatail.com
স্টাফ রিপোর্টার, ঘাটাইল ডট কম
০৬ জুলাই, ২০২২ / ২৮৭ বার পঠিত
গোপালপুরে কলা পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত

টাঙ্গাইলের গোপালপুরে টিনের ঘরের চালে উঠে গাছ থেকে কলা পাড়তে গিয়ে আহসান আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে আলমনগর ইউনিয়নের বড় কুমুল্লী দক্ষিণ পাড়া এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহসান ওই গ্রামের আব্দুল  মোতালেবের ছেলে।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমেন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, নিহতের প্রতিবেশি এক বাড়ীর গাছ থেকে পাকা কলা পাড়ার জন্য আহসান আলী টিনের ঘরের চালে উঠে। ওই চালের উপর ছিল বিদ্যুতের মূল তারের লাইন। কলা পাড়ার সময় চালের উপর দাঁড়াতেই বিদ্যুতের তারে মাথা আটকে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায় সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা এসে তার লাশ উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, বিষয়টি নিয়ে কেউ থানায় অভিযোগ দায়ের করেনি।

এদিকে এক সন্তানের জনক নিহত আহসান আলীর বাবার রোগজনিত কারণে গত তিনদিন আগে চিকিৎসক এক পা হাঁটুর উপর থেকে কেটে ফেলেছে। সংসারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিলেন আহসান। তার উপার্জনে বাবার চিকিৎসাসহ সংসার চলত।

(স্টাফ রিপোর্টার, ঘাটাইল ডট কম)/-