ghatail.com
ঢাকা বুধবার, ২২ আষাঢ়, ১৪২৯ / ০৬ জুলাই, ২০২২
ghatail.com
yummys

যুবদল সভাপতি টুকুসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন


ghatail.com
স্টাফ রিপোর্টার, ঘাটাইল ডট কম
২৩ জুন, ২০২২ / ৯৮ বার পঠিত
যুবদল সভাপতি টুকুসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৬ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত।

বুধবার (২২ জুন) টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাসুদ পারভেজ এ অভিযোগ গঠন করেন।

এই মামলায় আসামিরা হলেন- যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামসুল আলম তোফা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ ইকবাল, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর হোসেন সজল, জেলা তাঁতী দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সদর থানা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সুমন, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম (ভিপি নুরু) রয়েছেন।

টাঙ্গাইলের সরকারি কৌশুলী (পিপি) এস আকবর খান জানান, এই অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার কাজ শুরু হলো। আদালত সাক্ষীগ্রহণের জন্য আগামী ২৮ আগস্ট দিন ধার্য করেছেন।

তিনি আরো জানান, ২০১৭ সালের ২৩ জুলাই সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী পালনকে কেন্দ্র করে টাঙ্গাইল জেলা বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে প্রেসক্লাব, নিরালার মোড়, পৌর উদ্যান ও স্টেডিয়াম এলাকায় ভাংচুর ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে জনমনে আতংকের সৃষ্টি হয়। সংঘর্ষে পুলিশসহ কয়েকজন আহত হয়। পরে পুলিশ গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এঘটনার পর টাঙ্গাইল সদর থানার এসআই আল মামুন বাদি হয়ে সন্ত্রাস বিরোধী আইনে সদর থানায় ওই দিনই মামলা দায়ের করেন। তদন্ত শেষে টাঙ্গাইল সদর থানার এসআই আবু সাদেক ২০১৯ সালের ১৭ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার আসামিরা সবাই জামিনে রয়েছেন।

(স্টাফ রিপোর্টার, ঘাটাইল ডট কম)/-