ghatail.com
ঢাকা বৃহস্পতিবার, ৫ জ্যৈষ্ঠ, ১৪২৯ / ১৯ মে, ২০২২
ghatail.com
yummys

মধুপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বাস চালক নিহত


ghatail.com
স্টাফ রিপোর্টার, ঘাটাইল ডট কম
১৪ মে, ২০২২ / ১৭৪ বার পঠিত
মধুপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বাস চালক নিহত

টাঙ্গাইলের মধুপুরে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসচালক নিহত হয়েছেন। আজ শনিবার (১৪ মে) সকাল সাড়ে সাতটার সময় জেলার মধুপুর উপজেলার গাঙ্গাইর বাসস্ট্যান্ড এলাকায় হাটখোলা নাজমুল ইসলাম ফাজিল মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও অন্তত ১৫ জন বাসযাত্রী আহত হয়েছেন।

নিহত বাস চালকের নাম শামিম। তিনি টাঙ্গাইল-ময়মনসিংহ রুটে চলাচলকারী প্রান্তিক পরিবহন বাসের চালক। তার বাড়ি টাঙ্গাইল সদরে বলে জানা গেছে। 

আহতরা অনেকেই মধুপুর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও আহত অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

স্থানীয়রা জানায়, শনিবার সকাল সাড়ে সাতটার সময় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে মধুপুরের গাঙ্গাইর বাসস্ট্যান্ড এলাকায় প্রান্তিক পরিবহন এর একটি যাত্রীবোঝাই বাসের সাথে জামালপুরের মাহি পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতেকরে দুইটি বাসই দুমড়েমুচড়ে রাস্তার পাশে পতিত হয়। সে সময় প্রান্তিক পরিবহন বাসের চালক শামিমকে আহতবস্থায় মধুপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করে।

স্থানীয়রা আরও জানান, বৃষ্টির কারনে সড়ক পিচ্ছিল থাকায় সম্ভবত বাস চালকগণ বাসের নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হননি। তাছাড়া অনিয়ন্ত্রিত বাস চালনার ফলে এই সড়কে প্রায়শই দুর্ঘটনা ঘটে।

(স্টাফ রিপোর্টার, ঘাটাইল ডট কম)/-