স্টাফ রিপোর্টার, ঘাটাইল ডট কম
১১ অক্টোবর, ২০২১ / ৬৩১ বার পঠিত
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের সখীপুর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে নৌকা প্রতীকে প্রার্থী নিশ্চিত করেছে আওয়ামী লীগ।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনােনয়ন বাের্ডের সিদ্ধান্ত অনুযায়ী যাচাই-বাছাই করে ৯ অক্টোবর রাতে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
আ’লীগ মনোনীত এ চারজন প্রার্থী হচ্ছেন- সখীপুর উপজেলার ১নং কাকড়াজান ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুত, ২নং বহেড়াতৈল ইউনিয়নে ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ওয়াদুদ হােসেন।
এছাড়াও ৪ নং যাদবপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্যের ছোট ভাই একেএম আতিকুর রহমান আতােয়ার এবং ৮ নং বহুরিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান গােলাম কিবরিয়া সেলিমকে আওয়ামী লীগের নৌকা প্রতীক বরাদ্দ দিয়ে আওয়ামী লীগের পার্থী চূড়ান্ত করা হয়।
আপনার মতামত লিখুন