ghatail.com
ঢাকা শুক্রবার, ১৫ মাঘ, ১৪২৮ / ২৮ জানুয়ারি, ২০২২
ghatail.com
yummys

কালিহাতীতে ইসলামিক পাঠাগার উদ্বোধন


ghatail.com
স্টাফ রিপোর্টার, ঘাটাইল ডট কম
০৮ অক্টোবর, ২০২১ / ২৮৭ বার পঠিত
কালিহাতীতে ইসলামিক পাঠাগার উদ্বোধন

ইসলামী শিক্ষা ও জ্ঞানের বিকাশে কালিহাতীর এলেঙ্গা পৌরসভার শেরপুর গ্রামে সৈয়দ আলী ও খাদিজা খাতুন স্মৃতি নামে একটি পাঠাগার উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে উপজেলার শেরপুর গ্রামে মসজিদ প্রাঙ্গণ সংলগ্ন এলাকায় এ পাঠাগারের উদ্বোধন করেন কালিহাতী উপজেলার আউলিয়াবাদ আলাউদ্দিন সিদ্দিকী মহা বিদ্যালয়ের অধ্যাপক ড.ইস্কান্দার মির্জা।

উদ্বোধনের সময় অধ্যাপক ড.ইস্কান্দার মির্জা পাঠাগারের সার্বিক সাফল্য কামনা করে বলেন, নতুন প্রজন্মকে ইসলামিক বই পড়ায় আগ্রহী করে তুলতে এ পাঠাগার ভূমিকা রাখবে। পরে মোনাজাত শেষে মুসল্লিদের মাঝে খাবার বিতরণ করা হয়। সভাপতিত্বে শেরপুর জামে মসজিদের ইমাম আনিসুল হক।

এ সময় উপস্থিত ছিলেন, শহীদ জামাল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আজহার আলী, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, শেরপুর ঈদগা মাঠের সাধারণ সম্পাদক আল-আমিন মিয়া প্রমুখ।

পাঠাগারটি শতাধিক ইসলামী ও সাধারণ জ্ঞানের বই নিয়ে যাত্রা শুরু করলো।

(স্টাফ রিপোর্টার, ঘাটাইল ডট কম)/-