ghatail.com
ঢাকা শনিবার, ৩০ আশ্বিন, ১৪২৮ / ১৬ অক্টোবর, ২০২১
ghatail.com
yummys

ঘাটাইলে ৭৮টি পুজা মন্ডপে ৩৪টন চাল বরাদ্দ


ghatail.com
উত্তম আর্য্য, ঘাটাইল ডট কম
০৭ অক্টোবর, ২০২১ / ১৫৪ বার পঠিত
ঘাটাইলে ৭৮টি পুজা মন্ডপে ৩৪টন চাল বরাদ্দ

বৃহস্পতিবার (৭ অক্টোবর) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আসন্ন সনাতন ধর্মালম্বীদের বৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন শৃংখলা বিষয়ক মত বিনিময় সভা ও ৭৮টি পুজা মন্ডপে ৩৪টন জিআর প্রকল্পের চাল বরাদ্দ দেয়া হয়েছে।

উপজেলা প্রশাসন আয়োজিত ই্উএনও মোঃ সোহাগ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভা ও চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাাটাইল) আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান।

এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেযারম্যান কাজী আরজু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পি, ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম (পিপিএম), বিআরডিভি চেয়ারম্যান মোঃ রুহুল আমীন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপপতি সাবেক অধ্যক্ষ অধির চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক অমুল্য চন্দ্র আর্য্য প্রমুখ।

(উত্তম আর্য্য, ঘাটাইল ডট কম)/-