ghatail.com
ঢাকা বৃহস্পতিবার, ৫ জ্যৈষ্ঠ, ১৪২৯ / ১৯ মে, ২০২২
ghatail.com
yummys

সখীপূরে পুলিশকে থাপ্পড় মেরে আটক হলেন শিক্ষক


ghatail.com
স্টাফ রিপোর্টার, ঘাটাইল ডট কম
২৮ সেপ্টেম্বর, ২০২১ / ২৯৫ বার পঠিত
সখীপূরে পুলিশকে থাপ্পড় মেরে আটক হলেন শিক্ষক

টাঙ্গাইলে সখীপু‌র থানা প‌ু‌লিশের এক উপ-প‌রিদর্শক‌কে থাপ্পড় মারার অভিযোগে ব‌হেড়া‌তৈল গণ উচ্চ বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বি‌কে‌লে উপ‌জেলার ব‌হেড়া‌তৈল গণ উচ্চ বিদ্যাল‌য়ে গণ টিকা কে‌ন্দ্রে পু‌লি‌শের ওই কর্মকর্তা‌কে থাপ্পড় মারার ঘটনা ঘ‌টে। এ ঘটনায় পু‌লিশ ওই প্রধান শিক্ষক‌কে গ্রেফতার ক‌রে‌ছে।

এ ঘটনায় মামলার প্রস্তু‌তি চল‌ছে ব‌লে পু‌লিশ জানায়।

জানা যায়, মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার জন্ম‌দি‌ন উপলক্ষ্যে ব‌হেড়া‌তৈল গণ উচ্চ বিদ্যাল‌য়ের এক‌টি ক‌ক্ষে গণ টিকা কার্যক্রম শুরু হয়। বি‌কেল সা‌ড়ে তিনটার সময় ওই বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক সা‌দেকুল ইসলাম তার প‌রিবা‌রের ক‌য়েকজন সদস্য‌কে নি‌য়ে টিকা দি‌তে ‌কে‌ন্দ্রে যান।

তি‌নি নিয়ম না মে‌নে তা‌দের নি‌য়ে কে‌ন্দ্রের ভেত‌রে যাওয়ার চেষ্টা ক‌রে। কিন্তু আ‌গে থে‌কে টিকা নি‌তে আসা লোকজন এর প্র‌তিবাদ ক‌রে এবং প‌ুলিশ‌কে বিষয়‌টি জানায়।

প‌রে কে‌ন্দ্রের দা‌য়িত্ব পালনকারী সখীপুর থানার উপ-প‌রিদর্শক সানিউল আলম সানি প্রধান শিক্ষক‌ সা‌দেকুল ইসলাম‌কে কে‌ন্দ্রে ঢুক‌তে বাধা দেন। এ‌তে ক্ষিপ্ত হ‌য়ে ওই শিক্ষক পুলিশ কর্মকর্তা সানিউল আলম‌ সানিকে থাপ্পড় মা‌রেন।

সা‌নিউল আলম সানি জানান, শৃঙ্খলা না মে‌নে ওই প্রধান শিক্ষক জোড় ক‌রে টিকা কে‌ন্দ্রে ঢুকার চেষ্টা কর‌লে উ‌ত্তে‌জিত লোকজ‌নের অ‌ভি‌যোগ কর‌লে আ‌মি বাধা দিতে গেলে এ‌তে সে আম‌া‌কে থাপ্পড় মারেন।

সখীপুর থানার অ‌ফিসার ইন-চার্জ এ‌ কে সাইদুল হক ভূঁইয়া ব‌লেন, পু‌লিশের গা‌য়ে হাত তোলায় ওই শিক্ষক‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। মামলার প্রস্তু‌তি চল‌ছে।

(স্টাফ রিপোর্টার, ঘাটাইল ডট কম)/-