নজরুল ইসলাম, ঘাটাইল ডট কম
১৮ সেপ্টেম্বর, ২০২১ / ৫১৪ বার পঠিত
টাঙ্গাইলের ঘাটাইলে ভেলা বাইচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে উপজেলার কাইতকাই গ্রামের যুবসমাজের উদ্যোগে কাইতকাই বিলে এ বাইচ অনুষ্ঠিত হয়।
ভেলা বাইচ আয়োজনকারীরা জানান, উপজেলার কাইতকাই গ্রামের যুবসমাজ গ্রামের সাধারণ মানুষকে বিনোদন দিতেই ভেলা বাইচের আয়োজন করা হয়। ১৬টি ভেলা এতে অংশ নেয়।
প্রতিযোগিতায় হান্নান-মানিক জুটি প্রথম স্থান লাভ করে মোবাইল সেট উপহার পান। দ্বিতীয় স্থান অর্জন করা নজরুল-শেখ সাদি জুটিকে কলসি উপহার দেয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেক জুটিকে সান্তনা পুরস্কার প্রদান করা হয়।
ভেলা বাইচ দেখতে বিলের দুই পারে হাজারো মানুষ উপস্থিত হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজে সেবক এনায়েত করিম রাজু, সরকারি জিবিজ কলেজের প্রভাষক রকিবুল হাসান পলাশ, বীর মুক্তিযোদ্ধা আ. রশিদ মন্ডল, হেলাল উদ্দিন, সাব্বির প্রমুখ।
আপনার মতামত লিখুন