ghatail.com
ঢাকা বৃহস্পতিবার, ৮ আশ্বিন, ১৪২৮ / ২৩ সেপ্টেম্বর, ২০২১
ghatail.com
yummys

যুবদল ঘাটাইল উপজেলার কমিটি স্থগিত


ghatail.com
নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল ডট কম
১৩ সেপ্টেম্বর, ২০২১ / ২৭২ বার পঠিত
যুবদল ঘাটাইল উপজেলার কমিটি স্থগিত

টাঙ্গাইলে ঘাটাইল উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার ১৩ সেপ্টেম্বর টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়ক আশরাফ পাহেলী ও সিনিয়র যুগ্ন আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য পাওয়া যায়।

গত ২০২০ সালের ১৫ ডিসেম্বর ঘাটাইল উপজেলা যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে টাঙ্গাইল জেলা যুবদল। তারপরে বারেবার তাগিদ দেয়ার পরও কোন সাংগঠনিক কার্যক্রম তথা কোন ইউনিট কমিটি গঠনের কার্যক্রম গ্রহণ না করায় ঘাটাইল উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে সোমবার প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ঘাটাইল উপজেলা যুবদলের তৎকালীন সভাপতি রফিকুল ইসলাম দুলালকে আহ্বায়ক, খুররম মাসুদ সিদ্দিকীকে সিনিয়র যুগ্ন আহ্বায়ক এবং মোস্তাক আহমেদ সাগরকে সদস্য সচিব করে গত বছরের ১৫ ডিসেম্বর ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে টাঙ্গাইল জেলা যুবদল। পরবর্তীতে ওই আহ্বায়ক কমিটি সাংগঠনিক কার্যক্রম গ্রহণ না করায় টাঙ্গাইল জেলা যুবদল এই কমিটি আজকে ১৫ সেপ্টেম্বর স্থগিত ঘোষণা করলো।

টাঙ্গাইল জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম ঘাটাইল ডট কমকে বলেন, সাংগঠনিক কার্যক্রম গ্রহণ না করায় ঘাটাইল উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে। স্থগিতাদেশ প্রত্যাহার না করা পর্যন্ত ওই কমিটির সদস্যরা উপজেলা যুবদলের সাংগঠনিক কোন কার্যক্রম গ্রহণ করতে পারবেন না। নতুন আহ্বায়ক কমিটি গঠনসহ অন্যান্য সাংগঠনিক কার্যক্রম বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি সে সময় জানান।

(নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল ডট কম)/-

সর্বশেষ - প্রচ্ছদ