ghatail.com
ঢাকা মঙ্গলবার, ১৮ আশ্বিন, ১৪৩০ / ০৩ অক্টোবর, ২০২৩
ghatail.com
yummys

প্রতারণার অভিযোগে ঘাটাইলের আঁখিসহ দুইজন আটক


ghatail.com
স্টাফ রিপোর্টার, ঘাটাইল ডট কম
০২ সেপ্টেম্বর, ২০২১ / ২৭৮৬ বার পঠিত
প্রতারণার অভিযোগে ঘাটাইলের আঁখিসহ দুইজন আটক

বিভিন্ন সরকারি দফতরে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে এনএসআই ও পুলিশ।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তারা সাধারণ মানুষ ও চাকরি প্রত্যাশীদের সাথে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভুয়া নিয়োগপত্র দেয়ার সময় গ্রেফতার করা হয় তাদের।

প্রতারকরা হলেন, মো. মানিক চাদ রাজ ও আখি আক্তার। তাদের কাছ থেকে ৮টি ভুয়া নিয়োগপত্র, সাংবাদিক ও দুদক কর্মকর্তার কয়েকটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়। এছাড়া প্রতারণায় ব্যবহৃত ৭টি মোবাইল, ১টি ল্যাপটপ, চেক ও চেকবই এবং নগদ ২০ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বনানী থানায় মামলা দায়ের করা হয়েছে।

আটককৃতদের মধ্যে আঁখি আক্তারের বাড়ী টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শাহপুর গ্রামে। তিনি অনলাইন পত্রিকা ও টিভির সাংবাদিক পরিচয় দিয়ে ঘাটাইলসহ দেশের নানা এলাকায় ঘুরে বেড়াতেন। আঁখি আক্তারের বাবার নাম আইয়ুব এবং মাতার নাম রাশিদা বেগম। আখির মা রাশিদা ঘাটাইল ইউনিয়নের সংরক্ষিত (নারী) ইউপি সদস্য বলে জানা গেছে।

(স্টাফ রিপোর্টার, ঘাটাইল ডট কম)/-