ghatail.com
ঢাকা শনিবার, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ / ১০ জুন, ২০২৩
ghatail.com
yummys

ঘাটাইলে হামলায় যুবক খুন


ghatail.com
নজরুল ইসলাম, ঘাটাইল ডট কম
২২ আগস্ট, ২০২১ / ১১৯৭ বার পঠিত
ঘাটাইলে হামলায় যুবক খুন

ফুটবল খেলার জয় পরাজয়ের বাজি ধরা নিয়ে দু’পক্ষের মারামারির ঘটনায় টাঙ্গাইলের ঘাটাইলে প্রাণ গেল নাজমুল হোসেন (২২) নামে এক যুবকের। প্রতিপক্ষের হামলায় মারাত্মক আহত নাজমুল গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। 

জানা যায়, গত ১৫ আগস্ট ঘাটাইল উপজেলার বগা ডেংরাচালা গ্রামে ফুটবল খেলার বাজি ধরা নিয়ে দ্বন্দ্বে ১৭ আগস্ট রাতে ডেংরাচালা বাজারে দুইপক্ষের মধ্যে লাঠিসোঠা নিয়ে সংঘর্ষ বাঁধে। এই ঘটনায় আহত নাজমুল গত ১৯ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় ঢাকার হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ ব্যাপারে ঘাটাইল থানায় একটি মামলা হয়েছে। 

মামলার অভিযোগ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত নাজমুল উপজেলার বগা ডেংরাচালা গ্রামের আব্দুল বাছেদের ছেলে। গত ১৫ আগস্ট শনিবার ফুটবল খেলার জয় পরাজয় নিয়ে নিহত নাজমুলের ছোট ভাই সোহেল (১৯) একই গ্রামের বন্ধু হৃদয়ের (২০) সাথে কোমল পানীয় বাজি ধরে। বাজিতে সোহেলের দল হেরে গেলে সে হৃদয়কে কোমল পানীয় খাওয়াতে অস্বীকার করে। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হলে স্থানীয়রা বুঝিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেন। 

এই ঘটনার জেরে গত ১৭ আগস্ট রাতে ডেংরাচালা বাজারে দুইপক্ষের মধ্যে লাঠিসোঠা নিয়ে পুনরায় সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে নাজমুল মাথায় মারাত্মক আঘাত পায়। রাতেই তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে এবং পরে  ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ আগস্ট সে মারা যায়। ময়নাতদন্ত শেষে গত ২০ আগস্ট তার লাশ বাড়িতে নিয়ে এসে দাফন করা হয়। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, এই ঘটনায় নিহতের চাচা শাহজাহান বাদী হয়ে নয়জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্তাধীন আছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

(নজরুল ইসলাম, ঘাটাইল ডট কম)/-