ghatail.com
ঢাকা মঙ্গলবার, ১৯ শ্রাবণ, ১৪২৮ / ০৩ আগস্ট, ২০২১
ghatail.com
yummys

ঘাটাইলে চার এতীমের ঈদ


ghatail.com
মোহাম্মদ কামাল হোসেন, ঘাটাইল ডট কম
২০ জুলাই, ২০২১ / ১৯৭ বার পঠিত
ঘাটাইলে চার এতীমের ঈদ

বড় দুই মেয়ে লিজা (১৩) ও নিলার (১১) পর জমজ ছেলে নাইম ও সাইমকে প্রসব করতে গিয়ে দুই বছর আগে ওদের মা পারভীন আক্তার মারা যান। এর পনের দিনের মাথায় ওদের বাবা লিটন মিয়া আরেকজন মহিলাকে বিয়ে করেন। একই গ্রামে থাকলেও সৎ বাবার সংসারে ঠাঁই হয়নি ওদের।

কিন্তু এতে চুপ থাকতে পারেননি ওদের ভ্যানচালক নানা আব্দুল মান্নান (৬৫)। তার অভাবের সংসারে কোনোমতে দুমুঠো খেয়ে-পরে বেঁচে আছে ওরা।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কোনাবাড়ী গ্রামে ওদের নানা আব্দুল মান্নানের বাড়ীতে গতকাল সোমবার (১৯ জুলাই) দুপুরে ছুটে যান স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর পথে‘ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাদ্দাম হোসাইন।

সাদ্দাম জানান, চার নাতিনকে নিয়ে অত্যন্ত মানবেতর জীবন কাটাচ্ছেন বৃদ্ধ মান্নান। আমরা চার এতিম সন্তানের জন্য ঈদের জামা ও কিছু নগদ অর্থ দিয়ে গেলাম।

ঈদের পর আলোর পথে ফাউন্ডেশনের পক্ষ থেকে ওদের পড়ালেখাসহ সব খরচ কীভাবে যোগাড় করা যায় সে ব্যবস্থা নিবো বলে তিনি জানান।

নতুন জামা পেয়ে জমজ ভাই নাইম ও সাইম আধোআধো করে তাদের খুশির অভিব্যক্তি প্রকাশ করে।

নানা মান্নান বলেন, আমার কষ্টের সীমা নেই। মা মরা বাচ্চাগুলারে নিয়া আমি কই যাই, কী করি। 

(মোহাম্মদ কামাল হোসেন, ঘাটাইল ডট কম)/-