ghatail.com
ঢাকা মঙ্গলবার, ১৯ শ্রাবণ, ১৪২৮ / ০৩ আগস্ট, ২০২১
ghatail.com
yummys

দেলদুয়ারে ৪০ পরিবারের ঈদ উদযাপন


ghatail.com
স্টাফ রিপোর্টার, ঘাটাইল ডট কম
২০ জুলাই, ২০২১ / ১০১ বার পঠিত
দেলদুয়ারে ৪০ পরিবারের ঈদ উদযাপন

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শশীনাড়া গ্রামের ৪০টি পরিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে মঙ্গলবার (২০ জুলাই) পবিত্র ঈদুল আযহা উদযাপন করা হচ্ছে।

আজ মঙ্গলবার সকাল ৮টায় স্থানীয় মসজিদে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ৪০টি পরিবারের দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন। স্থানীয়রা ছাড়াও বিভিন্ন জেলা থেকে আসা কিছু সংখ্যক মুসল্লি নামাজে অংশগ্রহণ করেন।

তবে সরকারি নির্দেশনা মেনে মসজিদে ঈদের নামাজ আদায় করা হলেও অধিকাংশ মুসল্লিকে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। পরে তারা পশু কোরবানি করেন।

প্রকাশ, বিগত ২০১২ সাল থেকে শশীনাড়া গ্রামের মানুষ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে ঈদ উদযাপন করছেন।

(স্টাফ রিপোর্টার, ঘাটাইল ডট কম)/-