ghatail.com
ঢাকা মঙ্গলবার, ১৯ শ্রাবণ, ১৪২৮ / ০৩ আগস্ট, ২০২১
ghatail.com
yummys

টাঙ্গাইলে ১০০ গণমাধ্যমকর্মি পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার


ghatail.com
স্টাফ রিপোর্টার, ঘাটাইল ডট কম
১৯ জুলাই, ২০২১ / ৭৭ বার পঠিত
টাঙ্গাইলে ১০০ গণমাধ্যমকর্মি পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মিদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ঈদ উপহার বিতরণ করেছেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।

সোমবার (১৯ জুলাই) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে ১০০ গণমাধ্যমকর্মিদের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সঞ্জিত কুমার রায় বিপিএম, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, টাঙ্গইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দিলীপ কুমার সাহা।

উপহারের মধ্যে ছিলো পোলাও এর চাল, সেমাই, তেল, গুড়ো দুধ, ডাল, চাল, চিনি, আতর।

জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, করোনাভাইরাসে সময় গণমাধ্যমকর্মিদেরসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন সহায়তা বিতরণ অব্যহত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গণমাধ্যম বান্ধব। এই সরকারের সময় গণমাধ্যমকর্মিদের কল্যাণে বিভিন্ন প্রদক্ষেপ নেয়া হয়েছে।

টাঙ্গাইলের গণমাধ্যমকর্মিরা যাতে সরকারের পক্ষ থেকে সকল সহায়তা পায় তার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন।

(স্টাফ রিপোর্টার, ঘাটাইল ডট কম)/-

সর্বশেষ - রাজনীতি