ghatail.com
ঢাকা শনিবার, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ / ১০ জুন, ২০২৩
ghatail.com
yummys

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ শাখা ছাত্রদলের আহব্বায়ক ঘাটাইলের আতিকুর


ghatail.com
স্টাফ রিপোর্টার, ঘাটাইল ডট কম
১৬ জুন, ২০২১ / ৩১৬৭ বার পঠিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ শাখা ছাত্রদলের আহব্বায়ক ঘাটাইলের আতিকুর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ শাখা ছাত্রদলের নতুন আহব্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহব্বায়ক নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কৃতি সন্তান কৃষিবিদ আতিকুর রহমান। আজ ১৬ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য পাওয়া যায়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ শাখা ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট নয়া আহবায়ক কমিটিতে আতিকুর রহমানকে আহব্বায়ক করার পাশাপাশি সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মোঃ শফিকুল ইসলাম। এছাড়া কমিটিতে এম শোয়াইব, আরিফুল ইসলাম আরিফ, তরিকুল ইসলাম তুষার সহ যুগ্ন আহব্বায়ক হিসেবে রয়েছেন ১১ জন। এছাড়াও আরও আটজন সদস্য হিসেবে রয়েছেন নতুন এই কমিটিতে। ঘাটাইল উপজেলার দিগর ইউনিয়নের কাশতলা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আতিকুর রহমান। বাংলাদেশ কৃষি বিশ্ব বিদ্যালয়, ময়মনসিংহ শাখা ছাত্রদলের বিলুপ্ত আগের কমিটির দপ্তর সম্পাদক হিসেবে প্রায় ১২ বছর যাবত লড়াই সংগ্রামে তিনি ভুমিকা রেখেছেন। এরই ফলশ্রুতিতে আতিকুর কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহব্বায়ক নির্বাচিত হয়েছেন বলে সাধারণ শিক্ষার্থীরা মনে করেন। আতিকুর রহমান ঘাটাইল ডট কমকে বলেন, আমার প্রতি অসীম আস্থা ও বিশ্বাস রেখে নতুন আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দেশ ও জাতির এই চরম দুঃসময়ে তার প্রতি এই আস্থা রাখার জন্য তিনি কারারুদ্ধ দেশনেত্রী খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, টাঙ্গাইলের কৃতি সন্তান যুবদল সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সহ সকলকে অভিনন্দন জানান। তার প্রতি আস্থা ও বিশ্বাসের প্রতিদান দিয়ে বর্তমানের স্বৈরাচারী দুঃশাসন থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে যেন অবদান রাখতে পারেন সে জন্যে সকলের নিকট দোয়া, ভালবাসা ও সমর্থন কামনা করেন আতিকুর রহমান। (স্টাফ রিপোর্টার, ঘাটাইল ডট কম)/-