ghatail.com
ঢাকা সোমবার, ৭ আষাঢ়, ১৪২৮ / ২১ জুন, ২০২১
ghatail.com
yummys

ঘাটাইলে করোনায় ক্ষতিগ্রস্থ ২০পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরন


ghatail.com
আব্দুল লতিফ, ঘাটাইলডটকম
১০ জুন, ২০২১ / ১৬৪ বার পঠিত
ঘাটাইলে করোনায় ক্ষতিগ্রস্থ ২০পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরন

টাঙ্গাইলের ঘাটাইলে মহামারী করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ হত-দরিদ্র অসহায় পরিবারের জীবনমান ও আর্থ-সামজিক উন্নয়নের জন্য আর্ন্তজাতিক সে¦চ্ছাসেবী সংস্থা গুড নেইর্বাস বাংলাদেশ ঘাটাইল সিডিপির উদ্যোগে গুড নেইর্বাস পোড়াবাড়ী মহিলা সমবায় সমিতি লিমিটেড এর সুবিধাভোগী সদস্যদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। 

 

বৃহস্পতিবার (১০ জুন) সকাল সাড়ে ১১টায় এ ছাগল বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন, গুড নেইর্বাস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানাজার ফ্রান্সিস শ্যামল,ঘাটাইল সিডিপির এডমিন সহকারী ব্যবস্থাপক মি.শান্ত চিরান, সিনিয়র অফিসার সেরাজুল ইসলাম,ইনকাম জেনারেশন অফিসার খ,ম, আরিফুল ইসলাম,গুডনেবারস পোড়াবাড়ী মহিলা সমবায় সমিতি লিমিটেডের সমবায় সভাপতি আবেদা আক্তার,ঘাটাইল প্রেসক্লাবের যুগ্মসম্পাদক আব্দুল লতিফ,জনপ্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা। 

সর্বশেষ - প্রচ্ছদ