ghatail.com
ঢাকা সোমবার, ৭ আষাঢ়, ১৪২৮ / ২১ জুন, ২০২১
ghatail.com
yummys

ঘাটাইলে রাস্তা সংস্কারের দাবী


ghatail.com
স্টাফ রিপোর্টার, ঘাটাইল ডট কম
০৮ জুন, ২০২১ / ১১৮ বার পঠিত
ঘাটাইলে রাস্তা সংস্কারের দাবী

টাঙ্গাইলের ঘাটাইলে রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসী এক মানববন্ধন করেছে। মঙ্গলবার (৮ জুন) বিকালে উপজেলার সাগরদিঘী বাজারের ভালুকা রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিভিন্ন শ্রেণিপেশার প্রায় পাঁচ শতাধিক এলাকাবাসী এ মানববন্ধনে অংশ নেন।

মানবন্ধনে বক্তারা বলেন, সাগরদিঘী বাজারের প্রধান দুটি রাস্তা, ঘাটাইল রোডের ২'শ এবং ভরাডুবা রোডের ২'শ মিটার যা একেবারেই ব্যবহার অনুপোযোগী হয়ে পড়েছে। এতে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থী, পথচারী ও এলাকার সাধারণ মানুষ। অবিলম্বে তারা রাস্তা সংস্কারের দাবি জানান।

এ সময় বক্তব্য দেন- স্থানীয় আওয়ামী লীগ নেতা জিন্নাত আলী, আরমান, রহমান মাস্টার, যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিক ছাত্রলীগ নেতা সোহাগ প্রমূখ।

(স্টাফ রিপোর্টার, ঘাটাইল ডট কম)/-

সর্বশেষ - ঘাটাইল