ghatail.com
ঢাকা শনিবার, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ / ১০ জুন, ২০২৩
ghatail.com
yummys

ঘাটাইলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেণ্টের উদ্বোধন


ghatail.com
স্টাফ রিপোর্টার, ঘাটাইল ডট কম
৩০ মে, ২০২১ / ৮২২ বার পঠিত
ঘাটাইলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেণ্টের উদ্বোধন

টাঙ্গাইলের ঘাটাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় অনুর্ধ্ব-১৭ (বালক) গোল্ডকাপ ফুটবল টুর্নামেণ্টের উদ্বোধন করা হয়েছে।

গতকাল শনিবার (২৯ মে) সকালে সরকারি জিবিজি কলেজ মাঠে বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে ফুটবল টুর্নামেণ্টের উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ মো. আতাউর রহমান খান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম লেবু, উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার, পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান,

সরকারি জিবিজি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, দিগড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, লোকেরপাড়া ইউপি চেয়ারম্যান শরিফ হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন শাহিন, যুবলীগ নেতা সুজন তালুকদার প্রমুখ।

টুর্নামেণ্টে মোট ১৫টি ফুটবল দল অংশ নিচ্ছে।

(স্টাফ রিপোর্টার, ঘাটাইল ডট কম)/-