ghatail.com
ঢাকা সোমবার, ৭ আষাঢ়, ১৪২৮ / ২১ জুন, ২০২১
ghatail.com
yummys

ধনবাড়ীতে অসামাজিক কার্যকলাপের সময় ঘাটাইলের এক নারীসহ আটক ৫


ghatail.com
স্টাফ রিপোর্টার, ঘাটাইল ডট কম
২৩ মে, ২০২১ / ৪৫৫ বার পঠিত
ধনবাড়ীতে অসামাজিক কার্যকলাপের সময় ঘাটাইলের এক নারীসহ আটক ৫

অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইলের ধনবাড়ীতে ২ নারীসহ ৩ পুরুষকে আটক করেছে ধনবাড়ী পুলিশ। শুক্রবার (২১ মে) রাতে ধনবাড়ী পৌর শহরের পুরাতন থানা ভবনের সাইডে আবস্থিত আবুল হোসেন ড্রাইভারের বাসা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, অসামাজিক কার্যকলাপ করার সময় এলাকাবাসী ওই বাসায় তাদের অশালীন অবস্থায় আটক করে পুলিশে খবর দেয়। পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে তাদের উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসে।

শনিবার (২২ মে) দুপুরে তাদের টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করে।

আটকৃকরা হলো, মুধুপুর উপজেলার পিরুজপুর গ্রামের সুমন মিয়ার স্ত্রী মিনা আক্তার (৩০), ঘাটাইল উপজেলার লাহেরীবাড়ী গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে লাকী মণি (১৮), ধনবাড়ী উপজেলা ঝোপনা শশ্চিমপাড়া গ্রামের ফরহাদ আলীর ছেলে শান্ত আহমেদ (২১), মুশুদ্দি মধ্যপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে নাইমুল রহমান সোহেল (২৮) এবং মায়মনসিংহের গফরগায়ের প্রসাদপুর গ্রামের আকতদার হোসেনের ছেলে রেজাউল করিম (৪০)।

(স্টাফ রিপোর্টার, ঘাটাইল ডট কম)/-

সর্বশেষ - প্রচ্ছদ