ghatail.com
ঢাকা সোমবার, ৭ আষাঢ়, ১৪২৮ / ২১ জুন, ২০২১
ghatail.com
yummys

ঘাটাইল প্রেস ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল


ghatail.com
নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল ডট কম
০৮ মে, ২০২১ / ২৮৫ বার পঠিত
ঘাটাইল প্রেস ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল

শনিবার (৮ মে) টাঙ্গাইলের ঘাটাইল প্রেস ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

ঘাটাইল প্রেস ক্লাব আয়োজিত যুগান্তর ঘাটাইল প্রতিনিধি ও প্রেস ক্লাবের সভাপতি খান ফজলুর রহমানের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানালেখক সাংবাদিক ঘাটাইল প্রেস ক্লাবের উপদেষ্টা জুলফিকার হাযদারউপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আরজু।

ঘাটাইল মুকুল একাডেমি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জামাল আহমেদঘাটাইল খাদ্য গুদামের ওসিএলএসডি মোঃ খোরশেদ আলমঘাটাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক ভোরের কাগজ ঘাটাইল প্রতিনিধি রবিউল আলম বাদলসহসভাপতি দৈনিক যায়যায়দিন ঘাটাইল প্রতিনিধি উত্তম আর্য্যযুগ্ম সাধারণ সম্পাদক আমার সংবাদ ও এশিয়ান টেলিভিশনের উত্তর টাঙ্গাইল প্রতিনিধি আব্দুল লতিফসাংবাদিক মাজহারুল ইসলাম শিহাব, সারোয়ার জাহান কলিখাদেমুল মামুনশফিকুল ইসলাম জয়সবুজ সরকার সৌরভহেলাল তালুকদারজসিমআশিক, মোঃ আল আমীনআল আমীন হোসেন বিপ্লব ও বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

ঘাটাইল উপজেলা কোর্ট মসজিদের ইমাম মওলানা জোবায়ের মাহমুদ দোয়া পরিচালনা করেন।

(নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল ডট কম)/-

সর্বশেষ - প্রচ্ছদ