প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার সকালে রাজধানীর মিরপুর এলাকায় নির্মিত কালশী উড়ালসড়কটি যান চলাচলের জন্য উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী ঢাকার বালুর মাঠসংলগ্ন কালশী মোড়ে এক অনুষ্ঠান থেকে উড়ালসড়কটি উদ্বোধন করেন। উদ্বোধনের পর উড়ালসড়কে যান চলাচল শুরু হয়েছে। মিরপুর, মিরপুর ডিওএইচএস, পল্লবী, কালশী, মহাখালী, বনানী, উত্তরা ও ঢাকা বিমানবন্দরে যাতায়াতের সুবিধার্থে এ উড়ালসড়ক নির্মাণ করা হয়েছে।