বাবলু মিয়া বলেন, "বিহানা (সকালে) ঘোড়ারে সাবান- শ্যাম্পু দিয়া ধুয়াই (গোসল) হেরপর ছোঁলাবুট ও ভুট্টার গুড়া খাওয়াই। দুপুরে ধানের কুড়া ও গোমের (গম) ভূষি এট্টু বিট লবন মিশাইয়া খাওয়াই। আর এবাই ঘাস তো খাওয়া-ই।