নিহত শিহাবের বাবা ইলিয়াস হোসেন বলেন, পুলিশ সৃষ্টির কর্নধার রিপনের কাছে বিক্রি হয়ে গেছে, তাই আর কোন আসামি গ্রেপ্তার হয় না। রিপন এই লাশ কিনতে চায়, কিন্তু আমি আমার ছেলের লাশ বিক্রি করবো না। কারণ রিপনের দুর্নীতি ঢাকতে এই লাশ দরকার।