টাঙ্গাইলের নাগরপুরে নৌকা বাইচ দেখতে গিয়ে নৌকাডুবির ঘটনায় ফাহিমা আক্তার (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ফাহিমা উপজেলার বেরাপুশা গ্রামের ওমর ফারুকের মেয়ে।
এদিকে, সন্ধ্যায় এ রিপোর্ট লেখাকালীন সময়ে আরও ১০ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আজ বুধবার (১৯ আগস্ট) বিকালে উপজেলার সদর ইউনিয়নের পাউনান তুর্কি বিলে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় নাগরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মেহেদী বলেন, উপজেলার পাউনান তুর্কি বিলে নৌকা বাইচের আয়োজন করা হয়। এতে হাজারও মানুষজন পরিবার নিয়ে নৌকা বাইচ দেখতে আসে।
এসময় একটি নৌকা ডুবির ঘটনা ঘটে। নৌকাতে প্রায় ৬০-৭০জনের মত দর্শনার্থী ছিল।
এসময় হঠাৎ নৌকা তলিয়ে যাওয়ায় অনেকেই সাঁতরিয়ে পাড়ে আসতে পারলেও শিশু ও নারীসহ অনেকেই নিখোঁজ হয় পানিতে।
এতে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজ ১০ জনকে উদ্ধারে চেষ্টা করা হচ্ছে।
তিনি আরো বলেন, নিখোঁজদের উদ্ধারে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রওনা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়জুল ইসলাম বলেন, নৌকাডুবির ঘটনায় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরো কমপক্ষে ১০-১২জন নিখোঁজ রয়েছে।
(নাগরপুর সংবাদদাতা, ঘাটাইল ডট কম)/-