টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের মধ্য খাগড়াটা গ্রামে যুব উন্নয়নের উদ্যোগে গ্রাম বাংলার ঐহিত্যর ধারক বাহক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) স্থানীয় যুব সমাজ এর আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছিলেন মিতালী গ্রুপের কর্ণধার সৈয়দ এহসান আব্দুল্লাহ।
সংগ্রামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সংগ্রামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম মিয়া, বিআরডিবি চেয়ারম্যান মোঃ রুহুল আমীন প্রমুখ।
এ সময় ঘোড়দৌড় দেখতে হাজার হাজার জনতার ঢল নামে। প্রতিযোগিতায় ৪৫/৫০ টি দ্রুতগামী ঘোড়া অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে প্রথম পুরুষ্কার হিসেবে একটি ওয়াটন ফ্রিজ ও দ্বিতীয় পুরুষ্কার হিসেবে একটি এলইডি টিভি উপহার হিসেবে তুলে দেন অতিথিবৃন্দ।
(আতিকুর রহমান, ঘাটাইল ডট কম)/-