টাঙ্গাইলের গোপালপুরে সত্তর বছর বয়সি এক বৃদ্ধা নিজ বাড়িতে ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন।
বুধবার (২২ জুলাই) দুপুরে নগদা শিমলা ইউনিয়নের সেনের মাকুল্লা গ্রামে এই ঘটনা ঘটে।
খুন হওয়া ওই বৃদ্ধার নাম হেনা বেগম (৭০)। তিনি ওই গ্রামের তালেব আলী মন্ডলের স্ত্রী।
এ ব্যাপারে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, হেনা বেগম নিজ বাড়িতে দুপুরে রান্না ঘরে রান্না করছিলেন। তার ছেলে ও স্বামী বাড়িতে ছিলেন না।
দুপুর দুইটার দিকে স্বামী বাড়ি ফিরে রান্না ঘরে হেনা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন।
তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতে চিহ্ন রয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
ওসি জানান, এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
(গোপালপুর সংবাদদাতা, ঘাটাইল ডট কম)/-