টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত (৩২) এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার রামপুর সাত বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কালিহাতী থানার ওসি হাসান আল মামুন বলেন, শুক্রবার বিকালে উপজেলার রামপুর সাত বিলে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি জানান, নিহতের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশটি অর্ধগলিত অবস্থায় রয়েছে।
আগামীকাল শনিবার লাশটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে বলে ওসি জানান।
(কালিহাতী সংবাদদাতা, ঘাটাইল ডট কম)/-