টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চরহামজানী গ্রামে বর্ষা মৌসুমেও বাংলা ড্রেজার বসিয়ে আবাদী জমির মাটি কেটে নিচ্ছে স্থানীয় তিন প্রভাবশালী।
এ বিষয়ে প্রতিকার চেয়ে শনিবার (১৫ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেছে ক্ষতিগ্রস্ত জমির মালিক।
অভিযোগে প্রকাশ, দুর্গাপুর ইউনিয়নের চরদুর্গাপুর গ্রামের মৃত বদি সরদারের ছেলে হাজী আব্দুর রাজ্জাক, নুর মোহাম্মদের ছেলে কাওছার এবং চরহামজানী গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. ইউসুফ চরহামজানী পশ্চিম পাড়ায় বাংলা ড্রেজার বসিয়ে দীর্ঘদিন যাবত আবাদী জমির মাটি কেটে নিচ্ছে।
তারা চরহামজানী পশ্চিমপাড়া এলাকায় পুরাতন ধলেশ্বরী নদীর (বর্তমানে ভরাট হওয়া) তীরে পৃথক স্থানে পর পর তিনটি বাংলা ড্রেজার বসিয়ে দিন-রাত মাটি কেটে বিক্রি করছে।
ফলে স্থানীয়দের আবাদী জমি, আজাহার আলী ও বাহার (গেনী) সহ ২২-২৩টি বসতবাড়ি ভেঙে পড়েছে।
সরেজমিনে স্থানীয়রা জানায়, বাংলা ড্রেজার পরিচালনাকারীরা এলাকায় খুবই প্রভাবশালী ও দাঙ্গাবাজ শ্রেণির লোক।
কেউ বাংলা ড্রেজারের বিষয়ে প্রতিবাদ করলে তাকে মামলা-হামলার শিকার হতে হয়। মান-সম্মানের ভয়ে কেউ প্রতিবাদ করেনা।
অভিযোগকারী মো. আব্দুল বারী জানান, উল্লেখিত ব্যক্তিরা দীর্ঘদিন যাবত অবৈধ বাংলা ড্রেজার বসিয়ে মাটি কেটে বিক্রি করছে। তাদের বাংলা ড্রেজারের কারণে এলাকার শতাধিক ব্যক্তি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।
ইতোপূর্বে তাদেরকে একাধিকবার নিষেধ করলেও কোন ফল হয়নি। বাধ্য হয়ে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেছেন। অভিযুক্তরা এ বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হয়নি।
কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান জানান, বিষয়টি সম্পর্কে তিনি শুনেছেন। দ্রুতই ওই এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হবে।
(কালিহাতী সংবাদদাতা, ঘাটাইল ডট কম)/-