দীর্ঘদিনের অনিচ্ছাকৃত বিরহের অবসান ঘটেছে-মিথিলা দম্পতির।
করোনার কারণে ভারতের কলকাতা ও বাংলাদেশের এ দুই তারকা মিলিত হতে পারেননি।
অবশেষে ভালোবাসাই মিলিয়ে দিল কলকাতার চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে।
গতকাল ১৫ই অগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিন বাংলাদেশ থেকে শ্বশুরবাড়ি গিয়েছেন মিথিলা।
এ খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন খোদ সৃজিত।
স্ত্রী মিথিলার কলকাতায় আসার খবর জানিয়ে ফেসবুকে সৃজিত লিখেছেন, ১৯৪৭ সালের ১৫ই অগস্টে ঘৃণার কারণে অনেকেই সীমান্ত পার হয়েছিলেন। ২০২০ সালের ১৫ই অগস্ট ভালোবাসার জন্য দুজন ফের সীমানা পার হলো।
এই পোস্টের সঙ্গে পেট্রাপোল সীমান্ত পার করে মিথিলা ও তার মেয়ে আইরাকে এদেশে নিয়ে আসার বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছেন সৃজিত।
গতকাল সীমান্তের প্রয়োজনীয় নিয়মকানুন মেনেই বাংলাদেশ থেকে ভারতে যান মিথিলা ও তার মেয়ে আইরা।
প্রসঙ্গত, গেল বছরের ৬ই ডিসেম্বর বিয়ে করেন সৃজিত-মিথিলা। তবে বিয়ের পর মধুচন্দ্রিমা সেরে বাংলাদেশে মেয়ে আইরাকে নিয়ে ফিরে আসেন মিথিলা।
তারপর থেকে করোনার কারণে সৃজিত-মিথিলা দুজনে আলাদাই ছিলেন করোনার কারণে।
(অনলাইন ডেস্ক, ঘাটাইল ডট কম)/-