টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ বকল করোনায় আক্রান্ত হয়ে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর ৬টায় ঢাকার ধানমন্ডি আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।
গত ২৮ জুন করোনা সন্দেহে তাকে ওই হাসপাতালে ভর্তি করানো হয়। ৪ জুলাই পরীক্ষায় করোনা পজিটিভ আসে।
আনোয়ার খান মর্ডান হাসপাতালের মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার রফিকুল ইসলামের নিয়ন্ত্রণে তিনি চিকিৎসাধীন ছিলেন। ডাক্তার রফিকুল ইসলাম তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
আবুল কালাম আজাদ বকল কৃষিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাকের ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মী ছিলেন। আজাদ বকলের মৃত্যুতে এক বিবৃতিতে তিনি শোক প্রকাশ করেন।
(ধনবাড়ী সংবাদদাতা, ঘাটাইল ডট কম)/-