আজ ০৫ আগস্ট শনিবার দুপুরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিরদের সংগঠন (বাপসা) কালিহাতী উপজেলা শাখা এলেঙ্গা পৌরসভা হল রুমে টাংগাইল জেলার ইউনিয়ন পরিষদের সচিবদের নিয়ে এক মিলন মেলার আয়োজন করে। সদ্য বদলীকৃত ও নব যোগদানকৃত ইউপি সচিবদের এই মিলন মেলায় সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলার দশকিয়া ইউপি সচিব আব্দুর রাজ্জাক। বক্তব্য রাখেন জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।
ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়ন পরিষদ সচিব জিয়াউর রহমান পারভেজ জানান, অনেক দিন পর এ অনুষ্ঠানে জেলার ইউপি সচিবরা মিলন মেলার বন্ধনে আবদ্ধ হয়ে তাদের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
(এম. আই. শিহাব/ ঘাটাইল.কম)/-
48total visits,1visits today